দুর্গা গীতাঙ্গী
মহাকালের কোলে এসে গৌরী আমার হল কালী।
মুখে তাহার পড়ুক কালি
মাকে কালো বলে যে দেয় গালি॥
মায়ের অমন রূপ কি হারায়?
সে যে ছড়িয়ে আছে চন্দ্র-তারায়,
মায়ের রূপের আরতি হয়
নিত্য সূর্য-প্রদীপ জ্বালি॥
ভৈরবেরে বরণ করে উমা হল ভৈরবী
মা অভিমানে শ্মশানবাসী শিবের জটায় জাহ্নবী!
পার্বতী মোর পাগলি মেয়ে
চণ্ডী সেজে বেড়ায় ধেয়ে,
শ্মশান-চিতার ভস্ম মেখে
ম্লান হল মা-র রূপের ডালি॥
Leave a Reply