বারোয়াঁ দাদরা
শ্মশান-কালীর নাম শুনে রে
ভয় কে পায়?
মা যে আমার শবের মাঝে
শিব জাগায়॥
আনন্দেরই নন্দিনী সে,
অমৃত নীল-কণ্ঠ-বিষে,
চরণ শোভে অরুণ আলোর
লাল জবায়॥
চার হাতে তার চার যুগেরই খঞ্জনি
নৃত্য-তালে নিত্য ওঠে রনঝনি।
অন্নদা মোর নিল তুলি
সাধ করে রে ভিক্ষা-ঝুলি,
পায় না ধ্যানে যোগীন্দ্র সেই যোগ-মায়ায়॥
Leave a Reply