পিলু — খাম্বাজ কাহারবা
আজ নিশীথে অভিসার
তোমার পথে, প্রিয়তম।
বনের পারে নিরালায়
দিয়ো হে দেখা, নিরূপম॥
সুদূর নদীর ধারে জনহীন বালুচরে –
চখার তরে যথা একা চখি কেঁদে মরে,
সেথা সহসা আসিয়ো গোপন প্রিয়
স্বপনসম॥
তোমার আশায় ঘুরি শত গ্রহে শত লোকে,
ওগো আমার বিরহ জাগে বিরহী চাঁদের চোখে,
অকুল পাথার নিরাশার পারায়ে এসো
প্রাণে মম॥
পূর্ববর্তী:
« আগের মতো আমের ডালে বোল ধরেছে বউ
« আগের মতো আমের ডালে বোল ধরেছে বউ
পরবর্তী:
আজ নিশীথে অভিসার তোমারই পথে »
আজ নিশীথে অভিসার তোমারই পথে »
Leave a Reply