সন্ধ্যামালতী
সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে,
কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে॥
সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া
পাপিয়া প্রভাতি সুরে উঠিল গাহিয়া
ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে
গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে॥
বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি
সকালের মল্লিকা ফোটাইলে তুমি,
রাঙিলা উষার রঙে গোধুলি লগন
শোনালে আশার বাণী বিরহ-বিধুরে॥
Leave a Reply