লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান
মজনুর এ মিনতি।
লায়লি কোথায়? আমি শুধু দেখি
লা-এলার জ্যোতি॥
পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া
প্রেম-দরিয়ার কূলে,
খোদার প্রেমের পরশ-মানিক
পেলাম কখন ভুলে।
সে মানিক যদি দেখ একবার
মজনুরে তুমি চাহিবে না আর,
জোহরা ইয়সুফ লাজ মানে হেরি
তাহার খুবসুরতি ॥ (লায়লি)
পূর্ববর্তী:
« লায়লি তোমার এসেছে ফিরিয়া
« লায়লি তোমার এসেছে ফিরিয়া
পরবর্তী:
লিগ-অব-নেশন »
লিগ-অব-নেশন »
Leave a Reply