কীর্তন ভাঙা
ফিরে আয় ভাই গোঠে কানাই
আর কত কাল রবি মথুরায়।
তোর শ্যামলী ধবলী কাঁদে তৃণ ফেলি,
বারেবারে পথে ফেরে চায়॥
রাখাল-সাথিরে ফেলি কোথা আজ
রাজ্য পেয়েছ, হে রাখাল-রাজ!
তোর ফেলে-যাওয়া বাঁশি নিয়ে যারে আসি,
মোরা আঁখি-জলে ভাসি দেখে তায়॥
তুই শিখী-পাখা ফেলে মুকুট মাথায়
দিয়েছিস নাকি, শুনে হাসি পায়!
তুই পীতধড়া ছেড়ে রাজবেশে ভাই
সেজেছিস নাকি, মোদের কানাই!
তুই অসি ফেলে নেচে আয় হেলে দুলে,
নূপুর পরিয়া রাঙা পায়।
ফিরে আয় ননী-চোর ব্রজের কিশোর
মা বলে ডাক যশোদায়॥
পূর্ববর্তী:
« ফিরিয়ে দে মা ফিরিয়ে দে গো
« ফিরিয়ে দে মা ফিরিয়ে দে গো
পরবর্তী:
ফিরে গেছে সই এসে »
ফিরে গেছে সই এসে »
Leave a Reply