খাম্বাজ কাওয়ালি
নূপুর মধুর রুনুঝুনু বোলে
মন-গোকুলে রুনুঝুনু বোলে॥
কূলের বাঁধন টুটে
যমুনা উথলি উঠে,
পুলকে কদম ফুটে,
পেখম খোলে
শিখী পেখম খোলে॥
ব্রজনারী কুল ভুলে
লুটায়ে সে পদমূলে,
চোখে জল, বুকে প্রেম-
তরঙ্গ দোলে॥
শ্রীমতী রাধার সাথে
বিশ্ব ছুটিছে পথে,
হরি হরি বলে মাতে
ত্রিভুবন ভোলে॥
Leave a Reply