ঝুমুর খেমটা
কালা এত ভালো কি হে কদম্ব গাছের তলা।
আমি দেখছি কত দেখব কত তোমার ছলাকলা॥
আমি জল নিতে যাই যমুনাতে
তুমি বাজাও বাঁশি হে,
মনের ভুলে কলস ফেলে
তোমার কাছে আসি হে,
শ্যাম দিন-দুপুরে গোকুলপুরে দায় হল যে চলা॥
আমার চারদিকেতে ননদ সতিন দু-কূল রাখা ভার,
আমি সইব কত আর,
ওরা লুকিয়ে হাসে দেখে মোদের
গোপন লীলার ছলা॥
Leave a Reply