ভজন
পাহাড়ি কাহারবা
কোথায় তুই খুঁজিস ভগবান
সে যে রে তোরই মাঝে রয়,
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস যারে পাহাড় জঙ্গলময়
সে যে রে তোরই মাথে রয়॥
আঁখি খোল ইচ্ছা-অন্ধের দল
নিজেরে দেশ রে আয়নাতে,
দেখিবি তোরই এই দেহে
নিরাকার তাঁহার পরিচয়॥
ভাবিস তুই ক্ষদ্র কলেবর
ইহাতে অসীম নীলাম্মর,
এ দেহের আধারে গোপন
রহে রে বিশ্ব-চরাচর,
প্রাণে তোর পাণের ঠাকুর
বেহেশতে স্বর্গে কোথাও নয়॥
এই তোর মন্দির মসজিদ
এই তোর কাশী বৃন্দাবন,
অপনার পানে ফিরে চল
কোথা তুই তীর্থে যাবি, মন!
এই তোর মক্কা-মদিনা,
জগন্নাথ-ক্ষেত্র এই হৃদয়॥
Leave a Reply