ভজন
ভৈরবী কাহারবা
চলো মন আনন্দ – ধাম
চলো মন আনন্দ-ধাম রে
চলো আনন্দ-ধাম॥
লীলা-বিহার প্রেম-লোক,
নাই রে সেথা দুঃখ শোক
সেথা বিহরে চির-ব্রজ-বালক
বনশিওয়ালা শ্যাম রে
চলো আনন্দ-ধাম॥
সেথা নাহি মৃত্যু, নাহি ভয়,
নাহি সৃষ্টি, নাহি লয়,
খেলে চির-কিশোর চির-অভয়
সংগীত ওম্ নাম রে
চলো আনন্দ-ধাম॥
Leave a Reply