বেহাগ মান্দ কাহারবা
কে এলে মোর চির-চেনা
অতিথি দ্বারে মম।
ফুলের বুকে মধুর মতো
পরাগে সুবাস সম॥
বর্ষা-শেষে চাঁদের মতন
উদয় তোমার নীরব গোপন,
জ্যোৎস্না-ধারায় নিখিল ভুবন
ছাইয়া অনুপম॥
হৃদয় বলে, চিনি চিনি,
হৃদয়ের এ স্বদেশিনি,
আঁখি বলে, দেখিনি তায়,
মন বলে, ‘প্রিয়তম’॥
Leave a Reply