গ্রাম্য সংগীত
পদ্মদিঘির ধারে ওই
সখী লো কমল-দিঘির ধারে।
আমি জল নিতে যাই
সকাল সাঁঝে সই,
সখী, ছল করে সে মাছ ধরে
আর চায় সে বারে বারে॥
মাছ ধরে সে, বড়শি আমার
বুকে এসে বেঁধে,
ওলো সই বুকে এসে বেঁধে,
আর, চোখের জলে কলসি আমার সই
আমি ভরাই কেঁদে কেঁদে
সই দেখি যত তারে॥
ছিপ নিয়ে যায় মাছ জলে তার,
তাকায় না তার পানে,
মন ধরে না – মীন ধরে সে
সখী লো সেই জানে।
মন-ভিখারি মীন-শিকারি
মুখের পানে চায়,
সখী লো চোখের পানে চায়,
আমি বড়শি-বেঁধা মাছের মতো(গো)
সখী, ছুটিয়া মরি হায়, অকূল পাথারে॥
Leave a Reply