গজল
যোগিয়া মিশ্র কাহারবা
দিতে এলে ফুল, হে প্রিয়,
কে আজি সমাধিতে মোর।
এত দিনে কি আমারে
পড়িল মনে মনোচোর॥
জীবনে যারে চাহনি
ঘুমাইতে দাও তাহারে।
মরণ-পারে ভেঙো না
ভেঙো না তাহার ঘুম-ঘোর॥
দিতে এসে ফুল কেঁদো না প্রিয়
মোর সমাধি পাশে,
ঝরিল যে ফুল অনাদরে হায় –
নয়ন-জলে বাঁচিবে না সে!
সমাধি-পাষাণ নহে গো
তোমার সমান কঠোর॥
কত আশা সাধ মিশে যায় মাটির সনে
মুকুল ঝরে কত ফুল কীটেরই দহনে।
কেন অ-সময়ে আসিলে,
ফিরে যাও,
মোছো আঁখি-লোর॥
পূর্ববর্তী:
« দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে দীন-ই-ইসলামী লাল মশাল
« দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে দীন-ই-ইসলামী লাল মশাল
পরবর্তী:
দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে »
দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে »
Leave a Reply