বেহাগ খাম্বাজ
রুমু রুমঝুম
রুমুঝুমু বাজে নূপুর।
তালে তালে দোদুল দোলে
নাচের নেশায় চুর॥
চঞ্চল বায়ে আঁচল উড়ায়ে
চপল পায়ে, ও কে যায়
নটিনি কল-তটিনীর প্রায়, –
চিনি বিদেশিনো, চিনি গো তায়;
শুনি ছন্দ তারই এ হিয়া ভরপুর॥
নাচন শিখালে ময়ূর মরালে,
মরীচি-মায়া মরুতে ছড়ালে,
বন-মৃগের মন হেসে ভুলালে
ডাগর আঁখির নাছে সাগর দুলালে;
গিরি-দরি বনে গো
দোল লাগে নাচনের
শুনে তার সুর॥
Leave a Reply