পিলু-খাম্বাজ কাহারবা
কেমনে কহি প্রিয়
কী ব্যথা প্রাণে বাজে।
কহিতে গিয়ে কেন
ফিরিয়া আসি লাজে॥
শরমে মরমে মরে
গেল বন-ফুল ঝরে
ভীরু মোর ভালোবাসা
শুকাল মনের মাঝে॥
আগুন লুকায়ে বুকে
জ্বলিয়া মরি যে দুখে,
ভুলিয়া রয়েছ সুখে
তুমি তো আপন কাজে॥
আজিকে ঝরার আগে
নিলাজ অনুরাগে
ধরিতে যে সাধ জাগে
হৃদয়ে হৃদয়-রাজে॥
Leave a Reply