ও মন, কারও ভরসা করিসনে তুই
এক আল্লার ভরসা কর।
আল্লা যদি সহায় থাকেন
ভাবনা কীসের, কীসের ডর॥
রোগে শোকে দুখে ঋণে
নাই ভরসা আল্লা বিনে,
তুই মানুষের সহায় মাগিস
তাই পাসনে খোদার নেক-নজর॥
রাজার রাজা বাদশা যিনি
‘গোলাম’হ তুই সেই খোদার,
বড়োলোকের দুয়ারে তুই
বৃথাই হাত পাতিসনে আর॥
তোর দুঃখের বোঝা ভারী হলে
ফেলে প্রিয়জনও যায় রে চলে,
সেদিন ডাকলে খোদায় তাহার রহম
ঝরবে রে তোর মাথার পর॥
পূর্ববর্তী:
« ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ
« ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ
পরবর্তী:
ও মা তুই আমারে ছেড়ে আছিস »
ও মা তুই আমারে ছেড়ে আছিস »
Leave a Reply