নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই।
তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই॥
সম্বল যার আছে হাতে
হজের তরে যা ‘কাবা’তে,
জাকাত দিয়ে বিনিময়ে শাফায়ত যে পাই॥
ফরজ তরফ করে করলি কবজ ভবের দেনা
আল্লা ও রসুলের সাথে হল না তোর চেনা।
পরানে রাখ কোরান বেঁধে,
নবিরে ডাক কেঁদে কেঁদে
রাতদিন তুই কর মোনাজাত‘আল্লা তোমায় চাই’।
পূর্ববর্তী:
« নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢুলে লো
« নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢুলে লো
পরবর্তী:
নামাজ রোজা হজ্ব জাকাতের পসারিণী আমি »
নামাজ রোজা হজ্ব জাকাতের পসারিণী আমি »
Leave a Reply