নাই হল মা জেওর লেবাস এই হৃদে আমার।
আল্লা আমার মাথার মুকুট রসুল গলার হার॥
নামাজ রোজার ওড়না শাড়ি ওতেই আমায় মানায় ভারী,
কলমা আমার কপালে টিম, নাই তুলনা তার॥
হেরা-গুহার হিরার তাবিজ কোরান বুকে দোলে,
হদিস কেকা বাজুবন্দ দেখে পরান ভোলে।
হাতে সোনার চুড়ি যে মা
হাসান হোসেন মা ফাতেমা,
(মোর) অঙ্গুলিতে অঙ্গুরি মা নবি চার ইয়ার॥
পূর্ববর্তী:
« না-ই পরিলে নোটন খোঁপায়
« না-ই পরিলে নোটন খোঁপায়
পরবর্তী:
নাই হল মা বসন ভূষণ এই ঈদে আমার »
নাই হল মা বসন ভূষণ এই ঈদে আমার »
Leave a Reply