নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
জপে তোমারই নাম।
তারায় গাঁথা তসবি লয়ে নিশীথে আশমান
জপে তোমারই নাম॥
ফুলের বনে নিতি গুঞ্জরিয়া
ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া,
হাত লয়ে ফুল কুঁড়ির তসবি ফুলের বাগান
জপে তোমারই নাম।
সাঁজ সকালে কোকিল পাপিয়া
মধুর তব নাম ফেরে গাহিয়া,
ছলছল সুরে ঝরনার ধারা নদীর কলতান
জপে তোমারই নাম॥
বৃষ্টি ধারার তসবি লয়ে
তব নাম জপে মেঘ ব্যাকুল হয়ে
সাগর কল্লোল, সমকীর হিল্লোল
বাদল ঝড় তুফান
জপে তোমারই নাম॥
পূর্ববর্তী:
« নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
« নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
পরবর্তী:
নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নুপুর »
নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নুপুর »
Leave a Reply