আশাবরি পিলু – কারফা
রাখিসনে ধরিয়া মোরে,
ডেকেছে মদিনা আমায়।
আরফাত-ময়দান হতে
তারই তকবীর শোনা যায়॥
কেটেছে পায়ের বেড়ি,
পেয়েছি আজাদি ফরমান,
কাটিল জিন্দেগি বৃথাই
দুনিয়ার জিন্দান-খানায়॥
ফুটিল নবির মুখে
যেখানে খোদার বাণী,
উঠিল প্রথম তকবীর
‘আল্লাহ্ আকবর’ধ্বনি,
যে দেশে পাহাড়ে মুসা
দেখিল খোদার জ্যোতি,
যাব রে যাব সেইখানে,
রব না পড়িয়া হেথায়॥
যে দেশের ধুলিতে
আছে নবিজির চরণ-ধূলি,
সে-ধূলি করিব সুর্মা,
চুমিব নয়নে তুলি,
যে দেশের বাতাসে আছে
নবিজির দেহের খোশবু,
যে দেশের মাটিতে আছে
নবিজির দেহ মিশে হায়॥
খেলেছে যেথায় ফাতেমা,
খেলেছে হাসান ও হোসেন,
যাব সেই বেহেশ্তে ধরার,
খোদার ওই ঘর কাবা যথায়।
Leave a Reply