কাফি-মিশ্র – দাদরা
ঝরা ফুল দলে কে অতিথি
সাঁঝের বেলায় এলে কানন-বীথি॥
ও চোখে কী মায়া
ফেলেছে ছায়া
যৌবন-মদির দোদুল কায়া।
তোমার ছোঁয়ায় নাচন লাগে
দখিন হাওয়ায়
লাগে চাঁদের স্বপন বকুল চাঁপায়,
কোয়েলিয়া কুহরে কূ কূ গীতি॥
পূর্ববর্তী:
« ঝরল যে ফুল ফোটার আগেই
« ঝরল যে ফুল ফোটার আগেই
পরবর্তী:
ঝরাফুল-বিছানো পথে »
ঝরাফুল-বিছানো পথে »
Leave a Reply