পিলু কাম্বাজ – সাদ্রা
আহ্মদের ওই মিমের পর্দা
উঠিয়ে দেখ মন।
আহাদ সেথায় বিরাজ করেন
হেরে গুণীজন॥
যে চিনতে পারে রয় না ঘরে
হয় সে উদাসী
সে সকল ত্যজি ভজে শুধু
নবিজির চরণ॥
ওই রূপ দেখে রে পাগল হল
মনসুর হল্লাজ
সে আনালহক’‘আনালহক’বলে
ত্যজিল জীবন॥
তুই খোদকে যদি চিনতে পারিস
চিনবি খোদাকে,
তোর রুহানী আয়নাতে দেখরে
সেই নূরী রওশন॥
পূর্ববর্তী:
« আহার দিবেন তিনি, রে মন
« আহার দিবেন তিনি, রে মন
পরবর্তী:
আয় অশুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে »
আয় অশুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে »
Leave a Reply