প্রাথমিক শিক্ষা বিল
(নেপথ্যে কোরাস) এই বেলা নে ঘর ছেয়ে॥
এই দেশটা ভীষণ মূর্খ,
এবার ঘুচাব দেশের দুঃখ।
হবে চাষারা উচ্চ-প্রাইমার,
ওরে আর এদেশের নাই মার!
ছুটে আয় আয় সব ছেলেমেয়ে!
(নেপথ্যে) এই বেলা নে ঘর ছেয়ে॥
বহু দিন ধরি করি আঁক-পাঁক
এবে মিলিয়াছে মনোমতো ফাঁক।
তোরা
মাথা পিছু সব টাকা গোন
দিব
পণ্ডিত করে বাছাধন!
হবি বাবু সার রে অলপ্পেয়ে !
(নেপথ্যে) এই বেলা নে ঘর ছেয়ে॥
তোরা পাসনে কো খেতে মাড় ভাত,
নাই পরনে বসন আধ-হাত।
পাবি অন্ন-বস্ত্র এইবার
এই আইন হইবে যেই বার!
টাকা তোল তোরা আদা-জল খেয়ে।
(নেপথ্যে) এই বেলা নে ঘর ছেয়ে॥
তোরা করছিস কি অবিশ্বাস?
কেন ছাড়িস দীর্ঘ নিশ্বাস?
মোর টাকার কি আর ভাবনা,
ওই টাকা বিনে খেতে পাব না?
চলে রাজ্য কি তোর মুখ চেয়ে?
(নেপথ্যে) এই বেলা নে ঘর ছেয়ে॥
এই শিক্ষার লাগি হরদম
বলি খরচটা কিছু করি কম?
আজও গ্রাম-পিছু প্রতি বৎসর
আট আনা করে দিই, মনে কর!
তবু আছে অজ্ঞান-ভূতে পেয়ে।
(কোরাস) এই বেলা নে ঘর ছেয়ে॥
দিয়ে তোদেরই শিল ও নোড়া রে
ভাঙিব তোদেরই দাঁতের গোড়া রে!
‘বাই জোভ!’আরে ছি, ছি, তা নয়,
তোরা ভাবিস তাহাই যা নয়!
ধিনি কেষ্ট রে, নেচে আয় ধেয়ে।
(নেপথ্যে) এই বেলা নে ঘর ছেয়ে॥
বলি, চারটে করো তো পয়সা,
তাতেই চেঁচিয়ে ধরালি বয়সা!
তাও পাঁচটা কোটি তো লোক ছাই,
হয় ক-টাকা সে – তুই বল ভাই!
তবু ফ্যালফ্যাল করে রস চেয়ে?
(নেপথ্যে) এই বেলা নে ঘর ছেয়ে॥
তোরা কতই রকম দিস ‘সেস’
হলি ‘সে’স’দিয়ে দিয়ে নিঃশেষ,
ওরে জ্ঞান-এরণ্ডের এ যে ফল!
এ-ও না খেলে আর কী খাবি বল!
জ্ঞান- কান্ডারি এল তরি বেয়ে!
(নেপথ্যে) এই বেলা নে ঘর ছেয়ে॥
হবি এবার বিদ্যে-দিগ্গজ,
পোকা করিবে মগজে বজবজ!
Leave a Reply