ছুঁচোর কীর্তন
কীর্তন গায় ছুচুন্দর,
হুতুম প্যাঁচা বাজায় খোল।
ছাতার পাখি দোহার গায়
গোলেমালে হরিবোল॥
কিচির-মিচির কিচির-কিচ
ইঁদুর বাজায় মন্দিরা,
তানপুরা ওই বাজায় ব্যাং
ওস্তাদের সম্বন্ধীরা।
শালিক বায়স ভক্তদল
হরিবোলের লাগায় গোল॥
হুলো বেড়াল মিয়াঁও ম্যাঁও
করছে শুরু খেয়াল-গান,
ব্যা-এ্যা-এ্যা-এ্যা পুং অজ
মারছে জলদ হলক-তান।
রাসভ গলা ভাঙল তার
ধ্রুপদ গেয়ে খেয়ে ঘোল॥
টপ্পা-গানের ঝাড়ছে তান
চিঁহিঁহিঁচিঁহিঁহিঁ অশ্বরাজ,
ঠুংরি-গানের ঝটকা-তান
মারছে ফড়িং ঝোপের মাঝ।
খাণ্ডারবাণী ধ্রুপদ গায়
বলদ গিয়ে পিঁজরাপোল॥
লেড়ি কুকুর বাউল গায়
পুচ্ছ তুলি উচ্চ মুখ,
ভাটিয়ালি গান শেয়াল গায়
ভীষণ শীতের ভুলতে দুখ।
গাব-গুবাগুব ‘কুক’পাখি
বাজায়, ভুতুম বাজায় ঢোল॥
ধরা গলায় মহিষ গায়
যেন বুড়ো খাঁ সায়েব,
কাবলিওয়ালা বেহাগ গায়
‘মোর মগায়া’খেয়ে শেব।
ভেড়া বলে, ‘কণ্ঠ মোর
গেছে ধরে খেয়ে ওল!’
Leave a Reply