তাকিয়া নৃত্য
হিন্দোল – কাওয়ালি
নাচে মাড়োয়ার লালা
নাচে তাকিয়া।
(নাচে) ভোঁদড় হিন্দোলে
ঝোপে থাকিয়া॥
পায়জামা পরে যেন
নাচে গান্ডার,
নাচে সাড়ে পাঁচ মনি
ভুঁড়ি পাণ্ডার!
গঙ্গার ঢেউ নাচে,
বয়া ঝাঁকিয়া।
গামা নাচে, ধামা নাচে,
মুটকি নাচে,
জামা পরে ভল্লুক
নাচিছে গাছে!
ঝগড়েটে বামা নাচে
থিয়া তাথিয়া॥
ছোটো মিয়াঁ’‘বড়ো মিয়াঁ’
বলি কোলা ব্যাং
বৃষ্টিতে নাচে, নাড়ি
নড়বড় ঠ্যাং!
(নাচে) গুজরাতি হাতি
কর্দম মাখিয়া॥
Leave a Reply