কাজরি –হোরি-ঠেকা ঘোর ঘনঘটা ছাইল গগন। ভুবন গভীর বিষাদ-মগন॥ বারিধারে কাঁদে চারিধার আজি, শ্বসিয়া শ্বসিয়া ঝুরিছে পবন॥ নাহি রবি-শশী নাহি গ্রহ-তারা, নিখিল নয়নে শ্রাবণের ধারা, বিশ্ব ডুবাল গো শোকের প্লাবন॥ Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামপূর্ববর্তী:« ঘেরিয়া গগন মেঘ আসেপরবর্তী:ঘোর তিমির ছাইল »
Leave a Reply