গৌড়-সারং – কাওয়ালি
শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি,
গন্ধ-বর্ণ-গীতি-আকুল উপবন
চিত্ত স্বপ্নাতুর, অঙ্গ চুরচুর,
মাগে হৃদিপুর সুন্দর-পরশন॥
চন্দন-গন্ধিত মন্দ দখিনাবায়
নন্দন-বাণী ফুলে ফুলে কয়ে যায়,
তনু-মন জাগে রাঙা অনুরাগে,
আজি মাধবী-বাসর জাগরণ॥
Leave a Reply