দুর্গা – দাদরা প্রণমি তোমায় বন-দেবতা। শাখে শাখে শুনি তব ফুল-বারতা– দেবতা॥ তোমার ময়ূর তোমার হরিণ লীলা-সাথি রয় নিশিদিন, বিলায় ছায়া বাণীবিহীন তরু ও লতা– দেবতা॥ Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামপূর্ববর্তী:« পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মমপরবর্তী:প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ »
Leave a Reply