পিলু বারোয়াঁ – ঠুংরি আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা। মোরে স্মরিয়া রাধিকাও হল কি বাঁকা॥ কেন অভিমান-শিশিরে মাখা কমল, কাজল-উজল-চোখে কেন এত জল, লহো মুরলী হরি লহো শিখী-পাখা॥ Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামপূর্ববর্তী:« আজি নন্দদুলালের সাথেপরবর্তী:আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে »
Leave a Reply