তিলং–সাদ্রা পূজা-দেউলে মুরারি, শঙ্খ নাহি বাজে, বন্ধ দ্বার, নির্বাপিত দীপ লাজে॥ ভগ্ন ঘট, শূন্য থালা, পুণ্য-লোক রক্তে ঢালা দৈত্য সেথা নৃত্য করে মৃত্যু-সাজে, দাও শরণ তব চরণ মরণ-মাঝে॥ Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামপূর্ববর্তী:« পুরবের তরুণ অরুণ পুরবে আসলে ফিরেপরবর্তী:পেয়ে আমি হারিয়েছি গো »
Leave a Reply