হাম্বীর – কাওয়ালি
বন্দির মন্দিরে জাগো দেবতা!
আনো অভয়ংকর শুভ বারতা।
জাগো দেবতা, জাগো দেবতা॥
শৃঙ্খলে বাজে তব সম্বোধনী,
কারায় কারায় জাগে তব শরণি,
বিশ্ব মূক ভীত, কহো গো কথা!
জাগো দেবতা, জাগো দেবতা॥
নিশিদিন শোন নিপীড়িতা ধরণি
অশ্রুতে অ-শ্রুত শঙ্খধ্বনি!
পঙ্গু রুগ্ণ নর অত্যাচারে,
ধর্ষিতা নারী কাঁদে দৈত্যাগারে,
জাগো পাষাণ, ভাঙো নীরবতা।
জাগো দেবতা, জাগো দেবতা॥
Leave a Reply