ভৈরবী ভজন – দাদরা
চলো মন আনন্দধাম!
চলো মন আনন্দধাম রে
চলো আনন্দধাম॥
লীলাবিহার প্রেমলোক
নাই রে সেথা দুঃখ-শোক,
সেথা বিহারে চির-ব্রজবালক
বনশিওয়ালা শ্যাম রে
চলো আনন্দধাম॥
আবাঙ্মনস-গোচরম্ –
নাহি চরাচর নাহি রে ব্যোম,
লীলা-সাথি গ্রহ রবি ও সোম
সংগীত – ওম্ নাম রে
চলো আনন্দধাম॥
Leave a Reply