আশাবরি – কাওয়ালি
আমার সকলই হরেছে হরি
এবার আমায় হরে নিয়ো।
যদি সব হরিলে নিখিল-হরণ
এবার ওই চরণে শরণ দিয়ো॥
আমায় ছিল যারা আড়াল করে,
হরি তুমি নিলে তাদের হরে,
ছিল প্রিয় যারা গেল তারা,
হরি এবার তুমিই হও হে প্রিয়॥
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply