ইমন – মিশ্র একতালা
বাজিছে দামামা, বাঁধো রে আমামা
শির উঁচু করি মুসলমান।
দাওত এসেছে নয়া জমানার
ভাঙা কিল্লায় ওড়ে নিশান॥
মুখেতে কলমা হাতে তলোয়ার,
বুকে ইসলামি জোশ দুর্বার,
হৃদয়ে লইয়া এশ্ক্ আল্লার
চল আগে চল বাজে বিষাণ।
ভয় নাই তোর গলায় তাবিজ
বাঁধা যে রে তোর পাক কোরান॥
নহি মোরা জীব ভোগ বিলাসের,
শাহাদত চিল কাম্য মোদের,
ভিখারির সাজে খলিফা যাদের
শাসন করিল আধা-জাহান
তারা আজ পড়ে ঘুমায় বেহোশ,
বাহিরে বহিছে ঝড় তুফান॥
ঘুমাইয়া কাজা করেছি ফজর,
তখনও জাগিনি যখন জোহর,
হেলা ও খেলায় কেটেছে আসর,
মগরেবের আজ শুনি আজান।
জমাত্ -শামিল হও রে এশাতে
এখনও জমাতে আছে স্থান॥
শুকনো রুটিরে সম্বল করে
যে ইমান আর যে প্রাণের জোরে
ফিরেছে জগৎ মন্থন করে
সে শক্তি আজ ফিরিয়ে আন।
আল্লাহু আকবর রবে পুন
কাঁপুক বিশ্ব দূর বিমান॥
Leave a Reply