পিলু-বারোয়াঁ ত্রিতাল
(দ্বৈত গান)
উভয়ে॥ কপোত কপোতী উড়িয়া বেড়াই
সুদূর বিমানে আমরা দুজনে।
কানন-কান্তার শিহরি ওঠে
মোদের প্রণয়-মদির কূজনে॥
স্ত্রী॥ ভ্রমর গুঞ্জে মঞ্জুল গীতি
হেরিয়া আমার বঁধুর প্রীতি,
পুরুষ॥ আমার প্রিয়ার নয়নে চাহি
কুসুম ফুটে ওঠে বিপিনে বিজনে॥
স্ত্রী॥ তোমা ছাড়া স্বর্গ চাহি না, প্রিয়!
মোদের প্রেমে চাঁদ আসে নেমে
মাটির পাত্রে পান করি অমিয়।
পুরুষ॥ বিশ্ব ভুলায়ে ওই রাঙা পায়ে
আমারে বেঁধেছ জীবনে মরণে॥
Leave a Reply