দেশ – জয়জয়ন্তী একতালা
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
ভূ-ভারত চাহিছে তোমায়।
ধরিতে ধরার ভাব, নাশিতে এ হাহাকার
আরবার এসো এ ধরায়॥
নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে,
পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে,
শঙ্খ-পদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে
তিমিরবিদারী এসো অরুণ-প্রভায়॥
বিদূরিত কারো এই নিরাশা ও ভয়,
মানুশে মানুষে হোক প্রেম অক্ষয়।
কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ,
দেহো বর সুন্দর, শেষ হোক অভিশাপ!
গদা ও চক্র করে অরিন্দম এসো,
হতমান দুর্বল মাগিছে সহায়॥
Leave a Reply