ভৈরবী একতালা
এসো এসো রসলোকবিহারী
এসো মধুকরদল।
এসো নভোচারী স্বপনকুমার
এসো ধ্যান-নিরমল॥
এসো হে মরাল কমল-বিলাসী,
বুলবুল পিক সুরলোকবাসী,
এসো হে মরাল কমল-বিলাসী,
বুলবুল পিক সুরলোকবাসী,
এসো হে স্রষ্টা এসো অ-বিনাশী
এসো জ্ঞান-প্রোজ্জ্বল॥
দিওয়ানা প্রেমিক এসো মুসাফির,
ধূলি-ম্লান তবু উন্নত শির,
অমরা-অমৃতজয়ী এসো বীর
আনন্দ-বিহ্বল॥
মাতাল মানব করি মাতামাতি
দশ হাতে যবে লুটে যশ-খ্যাতি,
তোমরা সৃজিলে নব দেশ জাতি
অগোচর অচপল॥
খেলো চির-ভোলা শত ব্যথা সয়ে,
সংহাত ওঠে সংগীত হয়ে,
শত বেদনার শতদল লয়ে
লীলা তব অবিরল॥
ভুলি অবহেলা অভাব বিষাদ
ধরণিতে আনো স্বর্গের স্বাদ,
লভি তোমাদের পুণ্য প্রসাদ
পেনু তীর্থের ফল॥
Leave a Reply