ভীমপলশ্রী-মিশ্র দাদরা
আজি কুসুম-দিপালি জ্বলিছে বনে॥
হেরো ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥
জ্বলে দীপ-শিখা আম-মুকুলে
রাঙা পলাশে অশোকে বকুলে,-
আসে সে আলোর টানে বনতল
মৌমাছে প্রজাপতি দলে দল,
পুড়ে মরিতে সে রূপ-শিখাতে,
প্রাণ সঁপিতে বাসন্তিকাতে
পরিমল-অঞ্জন মাখিয়া নয়নে।
হেরো ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥
জ্বলে গগনে তারার দীপালি
আজি ধরাতে আকাশে মিতালি।
ধরা চাঁপার গেলাস ভরিয়া
মধু ঊর্ধ্বে তোলো গো ধরিয়া,
পান করিতে সে মধু-পরিরা
আসে নেমে কাননে স-শরীরা।
বাজে উৎসব-বাঁশি গগনে পবনে।
হেরো ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥
আজি বাতাবি নেবুর কুঞ্জে
শ্যামা দোয়েল মধুপ গুঞ্জে,
ফেরে আকাশে পক্ষ প্রসারি
ফুল- কিশোর স্বপন-পসারি।
সাড়া জাগে বনে বনে সাজ-সাজ
ওই এল রে এল রে ঋতুরাজ,
তাই সেজেছে প্রকৃতি কুসমি বসনে।
হেরো ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥
Leave a Reply