কাজরি দাদরা
আজি এ বাদল-দিনে
কত কথা মনে পড়ে।
হারাইয়া গেছে প্রিয়া
এমনই বাদল-ঝড়ে॥
আমারই এ বুকে থাকি
ঘুমাত সে ভীরু পাখি,
জলদ উঠিলে ডাকি
লুকাত বুকের পরে॥
মোর বুকে মুখ রাখি নিবিড় তিমির কাঁদে
আমার প্রিয়ার মতো বাঁধিয়া বাহুর বাঁধে॥
কোথায় কাহার বুকে
আজি সে ঘুমায় সুখে,
প্রদীপ নিভায়ে কাঁদি
একা ঘরে তারই তরে॥
Leave a Reply