ভীমপলশ্রী কাহারবা
নাহি কেহ আমার ব্যথার সাথি।
জ্বলি পিলসুজে একা মোমের বাতি॥
পতঙ্গ সুখী, পুড়ে এক নিমেষে,
পুড়িয়া মরি আমি সারা রাতি॥
আসে যে সুখের দিনে বন্ধুরূপে,
অসময়ে যায় সরে চুপে চুপে।
উড়ে গেছে অলি ফুল ঝরেছে বলি,
কাঁদি একাকী কন্টক-শয্যা পাতি॥
কেহ কারও নয় তবু প্রাণ কাঁদে
চকোর চাহে যেন সুদূর চাঁদে,
শুধু বেদনা পাই প্রেম-মোহে মাতি॥
Leave a Reply