মালবশ্রী-মিশ্র লাউনি
ঝুমকো-লতার চিকন পাতায়
দেখেছি তোমার লাবণি প্রিয়া।
মহুয়া-ফুলের মদির গন্ধে
তোমারই মুখ-মদের অমিয়া॥
শুকতারায় তব নয়নের মায়া,
তমালবনে তারই স্নিগ্ধ ঘন ছায়া,
তাল পিয়ালে হেরি দীহল তনু তব,
ইহুদি দুল দুলে শশী-লেখায় নব,
ডালিম-দানাতে তব গালের লালি,
তোমারই সুরে গাহে পিয়া পাপিয়া॥
Leave a Reply