ভীমপলশ্রী কাহারবা
কত কথা ছিল বলিবার, বলা হল না।
বুকে পাষাণসম রহিল তারই বেদনা।
মনে রহিল মনের আশা,
মিটিল না প্রাণের পিপাসা,
বুকে শুকাল বুকের ভাষা
মুখে এল না॥
এত চোখের জল এত গান,
এত সোহাগ আদর অভিমান
কখন যে হল অবসান
বোঝা গেল না॥
ঝরিল কুসুম যদি হায়,
কেন স্বৃতির কাঁটাও নাহি যায়,
বুঝিল না কেহ কারও মন
বিধির ছলনা।
Anulekha Roy
স্বরলিপি
Anulekha Roy
কতো কথা ছিল বলিবার , বলা হলো না । নজরুলগীতি । স্বরলিপি
Anulekha Roy
কতো কথা ছিল বলিবার নজরুলগীতি স্বরলিপি