পেগ্যান সংগীত
গান গাহে মিসি বাবা শুনিয়া শুধায় হাবা
খুকি কাঁদে কেন বাবা, ফোড়া কি কাটিছে ওর?
হাসিয়া কহেন পিসি ও দেশেতে শীত বেশি
তাই কাঁদে বাবা মিসি হিহি হিহি হিহি হো –
কিবে গিলে-করা গলা ঢেউ-তোলা আট-পলা,
খায় রোজ এক তোলা স্ক্রু-ভেজানো জল।
সাথে গায়ে হেঁড়ে-গলা ধলীর সহিত ধলা,
কাঁপে বাড়ি তিন-তলা থরহরি টলমল॥
Leave a Reply