দ্বৈত গান
পুরুষ॥ নবীন বসন্তের রানি তুমি
গোলাপ-ফুলি ঢং॥
স্ত্রী॥ তব অনুরাগের রঙে
আমি উঠিয়াছি রেঙে
প্রিয় এই অপরূপ ঢং॥
পু॥ পলাশ কৃষ্ণচূড়ার কলি
রাঙা ও পায়ে এলে কি দলি?
স্ত্রী॥ বেয়ে প্রেমের পথের গলি
এলাম কঠোর হৃদয় দলি
মম পায়ে তাহারই রং॥
পু॥ হায়, হৃদয়-হীনা হৃদয়-সাথি হয় না সে জানি,
অবুঝ হৃদয় তবু চাহে তায় জানে সে পাষাণী।
স্ত্রী॥ ধরিয়া পায়ে প্রেম জানায়ে
যাও পলায়ে শেষে কাঁদায়ে।
পু॥ বায়ু কেঁদে যায় ফুল ঝরায়ে।
স্ত্রী॥ না না যাও যাও মন চেয়ো না
গন্ধ লহো ফুল চেয়ো না,
আছে কাঁটা ফুলের সঙ্গ॥
Leave a Reply