রসিয়া হোরি
হোরির রং লাগে আজি গোপিনীর তনু মনে।
অনুরাগে-রাঙা গোরীর বিধু-বদনে॥
ফাগের লালি আনিল কে,
কাজল-কালো চোখে
কামনা-আবির ঝরে রাঙা নয়নে॥
অশোক রঙন ফুলের আভা
জাগে ডালিম-ফুলি গালে,
নাচিছে হৃদয় আজি
রসিয়ার নাচের তালে।
তাম্বুল- রাঙা ঠোঁটে
ফাগুনের ভাষা ফোটে,
প্রাণের খুশির রং লেগেছে
রাঙা বসনে॥
Leave a Reply