মালকোশ – সেতারখানি শোনে লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। গুমরিয়া কাঁদে বাঁশি লয়ে রাধা নাম॥ পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, আশে পাশে গুরুজন বাম॥ Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামপূর্ববর্তী:« শোক দিয়েছ তুমি হে নাথপরবর্তী:শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী »
Leave a Reply