খাম্বাজ-কাফি হোরি কাহারবা
আজি নন্দদুলালের সাথে
খেলে ব্রজনারী হোরি।
কুঙ্কুম আবির হাতে
দেখো, খেলে শ্যামল খেলে গোরী॥
থালে রাঙা ফাগ
নয়নে রাঙা রাগ,
ঝরিছে রাঙা সোহাগ
রাঙা পিচকারি ভরি॥
পলাশে শিমুলে ডালিম ফুলে
রঙনে অশোকে মরি মরি।
ফাগ-আবির ঝরে তরুলতা-চরাচরে,
খেলে কিশোর কিশোরী॥
চাঁদ রূপালি থালে জোছনা-আবির ঢালে
রঙে রাঙা চকোর চকোরী।
দোলন চাঁপার শাখে দোয়েলা শ্যামা ডাকে
আজি দোল-পূর্ণিমা স্মরি॥
Leave a Reply