কানাড়া মিশ্র কাহারবা
রাসমঞ্চোপরি দোলে মুরলীধারী
নটবর সুন্দর শ্যাম।
নবঘন শ্যামল লাবণি ঢলঢল,
অবনি টলমল টলে অবিরাম॥
দোলে যমুনাজল রাধা গোপিনীদল,
কদম তমাল তরু দোলে,
নাচে ধেনু বেণুরবে ময়ূর-ময়ূরী সবে
দোলে হলধর বলরাম॥
দোলে চরাচর ব্রহ্মা বিষ্ণু হর
সুর অসুর নর দোলে,
প্রেম-প্রীতি স্নেহ হৃদি প্রাণ দেহ
বন-গৃহ-প্রান্তর দোলে,
প্রেম-বিগলিতা বিশাখা ললিতা
দোলে শ্রীদাম সুদাম॥
Leave a Reply