বাউল দাদরা
সাগর আমায় ডাক দিয়েছে
মন-নদী তাই ছুটছে ওই।
পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে
বন ডুবিয়ে তাই তো বই॥
তরঙ্গে তাই রাত্রি দিন
গান গেয়ে যাই নিদ্রাহীন
বাজিয়ে ঢেউ-এর বীণ।
বন্যা এনে মায়ার পুরী ভাসিয়ে নাচি তাথই থই॥
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply