সুরট মিশ্র ঝাঁপতাল
চিরকিশোর মুরলীধর কুঞ্জবনচারী
গোপনারী-মনোহারী বামে রাধা প্যারি॥
শোভে শঙ্খ-চক্র-গদা-পদ্ম করে,
গোষ্ঠবিহারী কভু, কভু দানবারি॥
তমালতলে কভু কভু নীপবনে
লুকোচুরি খেল হরি ব্রজবধূ সনে
মধুকৈটভারি কংস-বিনাশন,
কভু কণ্ঠে গীতা, শিখীপাখাধারী॥
Leave a Reply